Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ডসমূহ

১। সেবা উন্নীতকরণের স্বার্থে বহুদিন অব‌্যবহৃত থাকার পর আগস্ট ২০২২ ইং সালে আল্ট্রাসনোগ্রাম চালু করা হয়েছে। বর্তমানে সপ্তাহে দুইদিন আল্ট্রাসনোগ্রাম করা হয়। 

২। হাসপাতাল ব‌্যবস্থাপনা কমিটির সভা ২৯-০৯-২০২২ তারিখ। সভায় হাসপাতালের বিভিন্ন সমস‌্যা চিহ্নিত করে সমাধানের উদ‌্যোগ গ্রহণ করা হচ্ছে।

৩। দৃষ্টিনন্দন বাগান স্থাপন।

৪। জরুরী বিভাগের সময়সূচী পরিবর্তন: সরকারী বিধি মোতাবেক সকাল ৮ টায় জরুরী বিভাগ খোলার কথা থাকলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা ইতপূর্বে সম্ভব হয়নি। বর্তমানে আগস্ট ২০২২ থেকে সকাল ৮:০০ টায় জরুরী বিভাগ খোলা হয় এবং ৮:৩০ থেকে টিকিট প্রদান ও সেবা পাওয়া যায়।

৫। হাসপাতাল ফ্লোর ডিরেক্টরি স্থাপন।

৬। করোনা টিকা প্রথম ডোজ ৯৬%, দ্বিতীয় ডোজ ৯২% এবং বুস্টার ডোজ ৪০% বাস্তবায়ন করা হয়েছে।