Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণকরেন।

ক)      স্বাস্থ্য কমপেস্নক্সে আগত নারী, পুরুষ, বৃদ্ধ, যুবও শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

খ)       স্বাস্থ্য কমপ্লেক্স দিবা রাত্রী ২৪ ঘন্টা খোলা থাকে।

গ)       স্বাস্থ্য কমপেস্নক্সের এক্সরে ও প্যাথলজি পরীক্ষাকরার ব্যবস্থা আছে।

ঘ)       জাতীয় যক্ষাও কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষারোগীদের  কফ পরীক্ষাও বিনা মূল্যে ঔষধ বিতরন করা হয়।

ঙ)       ইপিআইকার্যক্রমের আওতায় মা ও শিশুদের প্রতিষেধক টিকা দেওয়া হয়।

চ)       আগত রোগীদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত স্বাস্থ্য শিক্ষাদেওয়া হয়।

ছ)       সরবরাহ সাপেক্ষেবিনা মূল্যে রোগীদের ঔষধ পত্র দেওয়া হয়।

জ)      সেবা প্রদানকারী বিভিন্ন ওয়ার্ড/ বিভাগে মজুদ ঔষধের তালিকা, সেবা প্রদানকরী এবং সেবা সমুহের তালিকা টানানো আছে।

 

সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারীদের পদবীঃ

 

 

মেডিকেল অফিসার

সিনিয়র স্টাফ নার্স

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার

ওয়ার্ডবয়

মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারী বৃন্দ।

 

 

যথা সময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেনঃ

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা,

মুজিবনগর,মেহেরপুর।

মোবাইল নং-০১৭৯৫৪২৮০০০