Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মুজিবনগর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের অধীনে ৩১ শয‌্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স। 

হাসপাতালের কাঠামো

প্রতিষ্ঠাকালীন সময়ে দোতলা একটি ভবন দিয়ে হাসপাতাল কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে সেটি বর্ধিত হয়ে ৪ তলা বিশিষ্ট ভবন হয়।

  • হাসপাতালের নিচতলায় জরুরী বিভাগ, বর্হিবিভাগ, প্রশাসনিক ব্লক (অফিস কক্ষ), ল‌্যাবরেটরি, ফার্মেসি, এবং টেলিমেডিসিন কক্ষ রয়েছে। 
  • দোতলায় ওটি কমপ্লেক্স এবং টিকা কার্যক্রম সংক্রান্ত কক্ষ, যক্ষা ও কুষ্ঠ কর্ণার এবং জিন এক্সপার্ট ল‌্যাব রয়েছে।
  • তিন তলায় অন্ত:বিভাগ রয়েছে। অন্তবিভাগ পুরুষ, মহিলা, ডায়রিয়া (পুরুষ), ডায়রিয়া (মহিলা) এই চার রুমে বিভক্ত।
  • ৪ তলায় কেবিন ব্লক এবং  কনফারেন্স কক্ষ রয়েছে।

হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন‌্য হাসপাতাল ক‌্যাম্পাসে আলাদা-আলাদা আবাসিক ভবন রয়েছে।

হাসপাতাল চত্বরে যানবাহন রাখার জন‌্য গ‌্যারেজ এবং নামাজের জন‌্য একটি ওয়াক্তিয়া মসজিদ আছে (বর্তমানে জুম্মার নামাজও পড়ানো হয়)